আবুল কালাম আজাদ, রাজশাহী : কৃষক ছুটে যায় মাঠে, জমির আল বাঁধতে হবে শক্ত করে।আটকাতে হবেপানি,কেউবা আবর লঙ্গল ধরে।
বসে থাকে না দিনমজুর। পেটের তাগিদে-নেমে পড়ে কাজের সন্ধানে। টোকাই ছেলে গুলো নিরুপায় হয়ে বসে থাকে রাস্তার বন্ধ দোকানের পাশে।এটাই বর্ষার স্বরুপ।
ষড়ঋতুর এ দেশে বর্ষা মানেই জলে থৈ থৈ আমাদের চারপাশ। নয়া পানিতে খাল-বিল ভরে উঠে। বর্ষায় প্রকৃতি সাজে অপরূপ সৌন্দর্যে। কৃষকরা আমন ধান রোপণের জন্য কোমরবেঁধে মাঠে নামে।নতুন পানিতে দেশী প্রজাতির ছোট ছোট মাছও ডিম ছাড়ে।
তবে দীর্ঘ খরায় নাগরিক জীবন, কৃষি ও প্রকৃতির ছন্দপতন ঘটে।এ বৃষ্টিতে তপ্ত ধরণী মুহূর্তেই শীতল ও স্ব তেজ হয়ে উঠেছে।
ছয় ঋতুর আষাঢ়- শ্রাবণ এই দুই মাস বর্ষা কাল। এসময় আকাশ মেঘাছন্ন হয়ে অবিরাম রিমঝিম বৃষ্টিতে পরি পন্ন হয়ে খালবিল নদীনালা। কৃষক কৃষাণী মাঠে ব্যাস্ত থাকে জমি চাষে ও চারা রোপনে।
ভরা বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় হতাশায় ছিলো কৃষকরা।বৃষ্টি না হওয়ায় পানি সংকটে হাত গুটিয়ে বসে ছিলো কৃষক।
দেরিতে হলেও স্বরূপে বর্ষার আগমনে প্রান পেয়েছে কৃষক।কয়েক দিনের বৃষ্টিতে ইতিমধ্যে ভরে উঠেছে নালা,ডোবা,পুকুর।শুখনো জমিতে পানি পেয়ে সতেজ হয়ে উঠছে মৃতপ্রায় রোপিন আমন চারা ও গাছ।পতিত জমি চাষে ও আমন চারা রোপনে ব্যাস্ত সময় পার করছে কৃষক কৃষাণী।
৭ আগস্ট দিবাগত রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি নামছে রাজশাহীসহ পুরো বরেন্দ্রভূমিতে। মাঠঘাট বর্ষার পানিতে থৈ থৈ করছে। নতুন পানিতে মাছ ধরার ধুম পড়েছে। বর্ষার পানি পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকের মনে।
বর্ষাই তো বাংলার চিরায়ত রূপ। কখনও রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি। আবার ঝুমঝুম নূপুর বাজিয়ে মুগ্ধ করে দেয় আমাদের মন। বর্ষায় খাল-বিল-পুকুর-নদী-ডোবা পানিতে থইথই করে। সবুজ সজীবতায় গাছপালা, বন-বনানী প্রাণ ফিরে পায়। আর কত ধরনের ফুল ফোটে এ বর্ষায়। খাল-বিলে বাংলার জাতীয় ফুল শাপলার অপরূপ দৃশ্য তো আছেই। শাপলা ও পদ্মও রূপ ছড়াতে কম যায় না।
কেয়া, কামিনী, হিজল, বকুল, জারুল, করবী ও সোনালু এসবও বর্ষা ঋতুতে ফুটে থাকতে দেখা যায়। আর জুঁই-চামেলিকে বাদ দেব কী করে। তবে বর্ষার প্রধান ফুল হল কদম। বৃষ্টিভেজা কদমের মনকাড়া সৌরভ ভিজে বাতাসে মিশে ছড়িয়ে পড়ে সারা প্রকৃতিতে। অবশ্য এ দৃশ্য গ্রাম বাংলাতেই বেশি চোখে পড়ে।
বর্ষা মৌসুমে যখন চারদিক ভিজে ওঠে তখন আমাদের মনও হয় সিক্ত। মৌন নীলের ইশারায় আমাদেরও প্রাণে জেগে ওঠে অজানা কামনা। আমরা হয়ে উঠি মনে-মননে বর্ষামুখর। এ ঋতুর বিচিত্র রূপ শহর ও গ্রামে ভিন্ন ধরনের। সাধারণত গ্রামে বর্ষার শোভা অতুলনীয়। কারণ এখানে রয়েছে বিস্তীর্ণ মাঠঘাট প্রান্তর এক সবুজ শ্যামল গাছপালা ও ঝোঁপঝাড়। যেন ফিরে পায় তরতাজা নতুন জীবন। বর্ষাকে ঘিরে নানা ধরনের খেলাধুলা দেখা যায় গ্রামে।
যেমন কাবাডি খেলার মূল সময় কিন্তু বর্ষাকালেই। বর্ষার সময়টাতে মাটি থাকে ভেজা কর্দমাক্ত। আজ হয়তো কৃত্রিম উপায়ে অ্যাস্টোটার্ব মাঠে কাবাডি খেলা হয়। কিন্তু যুগ যুগ ধরে আমাদের গ্রামগঞ্জে বর্ষা মৌসুম শুরু হতেই তরুণ যুবক ও বৃদ্ধরাও লুঙ্গি কাছা দিয়ে নেমে গেছে কাবাডি খেলায়। বর্ষাকে ঘিরে আবার বেশ কিছু পেশা সজীব হয়ে উঠে। যেসব নিচু ভূমিতে শুকনো মৌসুমে পানি থাকে না সেসব ভূমি বর্ষা এলেই পানিতে ভরে ওঠে।
এটিই আমাদের প্রকৃতির বৈশিষ্ট্য। পায়ে হাঁটা পথগুলো সব বর্ষার পানিতে ডুবে যায়। ফলে এসব ভূমি দিয়ে এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের সঙ্গে নিকটতম হাট-বাজারের যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ায় পানিবাহন নৌকা। তাই মৌসুমি মাঝিদের দেখা পাওয়া যায়। যারা অন্য মৌসুমে হয়তো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
বর্ষার মনোহর সৌন্দর্য দর্শন থেকে শহুরে মানুষরা অনেকখানি বঞ্চিত। ইট-কাঠ-পাথুরে জীবনে বর্ষার আগমন তাদের কাছে তেমন আনন্দের নয় বরং বর্ষা তাদের কাছে এক ধরনের উৎপাত ও বিরক্তিকর। তবে যারা ভাবুক মনের বর্ষার সৌন্দর্য তাদের কাছে অপূর্বভাবেই ধরা দেয়। তাই কবির লেখনীর স্পর্শে বর্ষা পায় নতুন রূপ। বর্ষা দরিদ্রের দুয়ারে নিয়ে আসে হতাশা। তাদের ক্ষুদ্র গৃহস্থালি বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য তারা ব্যস্ত হয়ে ওঠে। মাথা গোছার ঠাঁই নেই যাদের তাদের কষ্টটাই বেশি। পলিথিন মোড়া সংসার নিয়ে তারা যাযাবরের মতো কেবলই আশ্রয় খুঁজে ফিরে।
বর্ষাকাল মানেই আকাশ কালো করা ঘন মেঘের আনাগোনা, যখন-তখন ঝমঝমিয়ে পড়ে বৃষ্টি। পথেঘাটে কাঁদা পানি। ঘরে স্যাঁতসেঁতে ভাব। তাই তো কবি শামসুর রহমান বর্ষার বৃষ্টি নিয়ে লিখেছেন- ‘হঠাৎ আকাশ সাদা মুখটি কালো করে, কালো মেঘে বুকটি ফুঁড়ে পানি পড়ে/ ঝর ঝর ঝর একটানা বৃষ্টি ঝরে, বৃষ্টি পড়ে, বৃষ্টি ঝরে’।
বর্ষার বৃষ্টি তো অন্যতম। বর্ষার আকাশে রহস্যঘেরা অন্ধকারে নিবিড় হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কখনও পুরো আকাশ ঘন মেঘে ছেঁয়ে গেলেও বৃষ্টির দেখা পাওয়া যায় না। আবার কখনও বিনা মেঘেই শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি। নাগরিক যান্ত্রিক জীবনে বৃষ্টি প্রায়ই বেমানান। কিছুটা বিরক্তিকরও মনে হতে পারে। অরণ্য প্রকৃতির মাঝেই বৃষ্টি যেন বেশি মানানসই।
তাই তো কবিগুরু রবীঠাকুর তার নৌকাডুবি উপন্যাসে বলেছেন, ‘বর্ষা ঋতুটা মোটেই উপরে শহুরে মনুষ্য সমাজের পক্ষে তেমন সুখকর না, ওটা অরণ্য প্রকৃতির বিশেষ উপযোগী’। শহুরে জীবনযাপনে বেশির ভাগের কাছে বৃষ্টিটা বিড়ম্বনারই নামান্তর। আবার কখনও কখনও কাঠফাটা রোদ্দুরে ভ্যাপসা গরমে প্রাণ যখন ওষ্ঠাগত’ এ বৃষ্টিটিই তখন সবার কাছে হয়ে ওঠে চরম আরাধ্য বা পরম পাওয়া। দেরিতে বর্ষার স্বরুপে আগমন ঘটলেও প্রকৃতিতে ফিরে এসেছে স্বতেজ প্রান।