নিজস্ব প্রতিবেদক
সারা দেশেই শীত জেঁকে বসেছে। পৌষের কনকনে হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে মুন্সীগঞ্জের খেটে খাওয়া মানুষগুলো। হিমেল হাওয়ার সঙ্গে কনকনে শীতে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন ভয়াবহ বিপাকে। ফলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অন্যদিকে গত চারদিন যাবৎ সূর্যের দেখা মেলেনি। গত কয়েকদিন ধরেই জেলার সর্বত্র শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল, খেটে খাওয়া মানুষ, ইটভাটার শ্রমিক ও কৃষকেরা পড়েছেন বেকায়দায়। তবুও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীত শরীরে মানিয়ে কাজ করতে হচ্ছে তাদের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা। চাকরিজীবি ও জরুরি কাজ ব্যতীত ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। রিকশা ও অটোরিকশার সংখ্যা সড়কে কমে গেছে।
বরিশাল থেকে আসা মুন্সীগঞ্জের দিনমজুর রাকিব বলেন, আমার পাঁচজন এসেছি মুন্সীগঞ্জে। এখানে আমরা সড়কে অটোরিক্সা চালাই। গত কয়েকদিন হাড় কাঁপানো শীতে আয় কমেছে। যাত্রী কমে গেছে। আমরাও বেশি দূরে যেতে পারছি না।
সবজি ব্যবসায়ী লোকমান ও মেহেদী বলেন, শীতের কারণে হাটে লোকজন আসছে না। আমাদের হাটেই সময় কাটাতে হচ্ছে। বাড়ি থেকে টাকা যা এনেছিলাম তা খরচ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের খুব কষ্ট হবে।
আবহাওয়া সূত্রে জানা গেছে, আরো দু’দিন আবহাওয়ার এই অবস্থা বিরাজ করবে।