নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর পৌনে তিন ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বেলা ১২টা ৪৫ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০২টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৯৮৪ টাকা।