রোজা শুরুর কিছুদিন আগে থেকেই ঈদের কাজের বায়না আসতে শুরু করে ঢাকার নিউমার্কেটের বাটিকের কারিগরদের কাছে। সুতি কাপড় ও শাড়িতে নিজেদের পছন্দের রঙে নকশা করিয়ে নেন ফ্যাশন সচেতন নারীরা। নিউমার্কেটে ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় পোশাকে নকশা করিয়ে নেওয়া যায়। শুধু পোশাকে নয়, অনেকেই ঘরের পর্দা, বিছানার চাদর, বালিশের কভারসহ নানা কাপড়ে বাটিকের নকশা করিয়ে নিচ্ছেন। ছবিগুলো বৃহস্পতিবারের।