পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা এলাকার দামপাড়া বেড়িবাঁধ পানির চাপে প্রবল স্রোতে ভেঙ্গে গিয়ে ফসলি জমি ও লোকালয়ে পানি ঢুকে ৩টি ইউনিয়নের বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশত পরিবার।
গত রোববার প্রবল পানির স্রোতে উপজেলার নাটেরকোনা ফসল রক্ষা বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। এর ফলে শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়ে। পানিতে তলিয়ে গেছে পুকুরের মাছ, আমন ফসেলের জমি। রবিশস্যেও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, উপজেলার জারিয়া ইউনিয়নের আনসার ক্যাম্পের পশ্চিম পাশে নাটের কোনা এলাকায় ফসল রক্ষার বাঁধটি ভেঙ্গে গেছে। প্রবল স্রোতে আশেপাশের গ্রামগুলিতে পানি ঢুকছে। যেভাবে পানি ঢুকছে তাতে উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামূলগাঁও ইউনিয়নের বেশকিছু গ্রামপ্লাবিত হয়ে পড়বে। প্রবল স্রোতে পানি প্রবেশ করায় বেড়িবাঁধের নিয়ন্ত্রণাধীন নেত্রকোনা-পূর্বধলা ও ময়মনসিংহ ফুলপুর সড়ক এবং তারাকান্দা উপজেলার ঘরবাড়ি ও ফসলের মাঠ তলিয়ে যেতে পারে।
খবর পেয়ে গত রোববার দিনভর পানি উন্নয়ন বোর্ডের লোকজন, জারিয়া আনসার ক্যাম্পের আনসার সদস্য স্থানীয় লোকজন মাটি কেটে ও বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। তবে গতকাল সোমবার সকালেই বাঁধের ভাঙ্গন মেরামতের উদ্যোগ নেয়া হয়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। গতকাল সোমবার থেকে পানি কমায় তা বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো জানান, প্রবল স্রোতের কারণে সেখানে কাজ করা যাচ্ছে না। পানি কমলে বাঁধের ভাঙ্গন মেরামত করা হবে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, পানি কমতে শুরু করেছে। স্রোতের কারণে বাঁধের কাজ করা সম্ভব হচ্ছে না। পানি কমলেই বাঁধের কাজ করা হবে। তিনি আরো জানান, উপজেলার ৩টি ইউনিয়নের ১৭/১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। যেকোন পরিস্থিতি মোকামেলা করার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
এদিকে পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়।