বিনোদন প্রতিবেদক
শোবিজের দুই বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমন। দুজনে মিলে এর আগে বহু সুপারহিট বিজ্ঞাপন উপহার দিয়েছেন। কাজ করেছেন একসঙ্গে নাটক ও সিনেমাতেও। হঠাৎ করেই উপস্থাপনায় নেমেছেন তারা। চলতি কোরবানি ঈদে এটিএন বাংলার জন্য একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা গেছে তাদের। এরপর জানা যায়, লাইভ রেডিওর জন্য এক লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারা। যা এরইমধ্যে কয়েকটি পর্ব প্রচারও হয়েছে ‘নিরব-ইমনের সাথে LIVE radio-এর এক ঘণ্টা’ নামে। সেগুলো দারুণ সাড়াও পেয়েছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নিরব-ইমন এই অনুষ্ঠানের যাত্রা শুরু করেন ঈদের দিন রাত ৮টায়। সেই ধারাবাহিকতায় আজ ৫ আগস্ট অতিথি হিসেবে আসছেন ঢালিউডের মিষ্টিমুখ পূর্ণিমা। চিত্রনায়ক নিরব আজ বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ণিমাকে নিয়ে আজকের আড্ডা শুরু হবে রাত ৯টায়। নিরব বলেন, ‘চলতি ঈদে দর্শকদের জন্য স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করবো। আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকবেন প্রতিদিন। আজ আমাদের সঙ্গী হবেন ইন্ডাস্ট্রির ওয়ান এন্ড অনলি পূর্ণিমা। যার একটুখানি উপস্থিতি তার ভক্তদের মনকে দোলা দেয় সেই পূর্ণিমা প্রায় চার মাসের বিরতি কাটিয়ে লাইভে আসছেন আমাদের সঙ্গে। আশা করছি আড্ডাটি জমজমাট হবে।’ চিত্রনায়ক ইমন এ প্রসঙ্গে বলেন, ‘তিনি ঢালিউডের পূর্ণিমা। তার সঙ্গে নাটক-বিজ্ঞাপনে কাজ করেছি। দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। এবার উনার সঙ্গে লাইভে আড্ডা দেবো। আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’