থানচি (বান্দরবান) প্রতিনিধি
বাড়ির আঙ্গিনায় পুষ্টি খাদ্য উৎপাদন প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে বান্দরবানে থানচি উপজেলার ৪টি ইউনিয়নের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য ৮২ কৃষক বিনামূল্যে পেল পুষ্টি খাদ্য উৎপাদনের কৃষি প্রণোদনা ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদে প্রাঙ্গণে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল কৃষকদের হাতে কৃষি প্রণোদনা তুলে দেন। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় অস্বচ্ছল হতদরিদ্র সাধারণ কৃষক যাছাইবাছাইয়ের মাধ্যমে প্রত্যেক কৃষককে ১৬ প্রকারের বিভিন্ন শাকসবজি বীজের প্যাকেট, ২৫ কেজি জৈবসার, বীজ রাখার পাত্র ১টি করে ঝাঝরী, গরু-ছাগল হতে রক্ষার্থে জমি ঘেরাওয়ে প্রয়োজনীয় নেট, ৬ প্রকারের ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ হোসেন, কৃষিবিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত। এছাড়াও কৃষিবিভাগের সকল উপ- সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কিষাণী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।