ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের দালাল ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ না করার জন্য আবেদন করা হয়েছে। গত রবিবার উপজেলার ভেলাতৈর মহল্লার মহিদুল ইসলাম এ আবেদন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর করেন।
আবেদন পত্র থেকে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের দালাল ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ভেতরে পরিবেশ নষ্ট করছে। প্রতিদিন ডাক্তারদের চেম্বারের দরজার সামনে ও জরুরী বিভাগের দরজার সামনে ভিড় করে এবং রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসার সাথে সাথে নির্দিষ্ট ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে দালালেরা এবং ডাক্তারকে ম্যানেজ করে লিখে নিচ্ছেন ইচ্ছামত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এতে করে চিকিৎসার মান ব্যাহত হচ্ছে এবং হয়রানি হচ্ছে সাধারণ মানুষ। ঔষধ কোম্পানির প্রতিনিধিগুলো ব্যস্ত রোগীদের ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্রের ছবি তুলতে। এতে রোগীর গোপন রোগের বিষয়টি বাইরে প্রকাশ হচ্ছে। এতে করে সেই রোগীর সম্মান হানি হচ্ছে।
বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের জন্য এবং দালালদের উৎপাত হতে সাধারণ মানুষকে রক্ষা করতে তিনি এ আবেদন করেন বলে জানান।
আবেদনের বিষয়ে মতাততের জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বারেব ব্যবহৃত (০১৭৩৮১১৮৯২২) নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া পায়।