নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। তবে সেটি এখনই করা যাচ্ছে না। রোহিঙ্গাদের পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফাকেশন পদ্ধতি তুলে নেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে।
অর্ন্তবর্তীকালীন সরকার চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট করে যেতে চায় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানে আগে যেই দুর্নীতি হতো, নতুন মহাপরিচালক (ডিজি) আসার পর অনেকটা কমেছে। এটাকে আরও কমিয়ে আনতে হবে। এখনও পাসপোর্ট পেতে অনেক লোকজনকে সমস্যায় পরতে হচ্ছে। এটাকে কীভাবে আরও কমিয়ে আনা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিকে বলা হয়েছে এটা কমিয়ে আনার জন্য। দুর্নীতি জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি।
মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।
এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।