এবিএম ফজলুর রহমান, পাবনা প্রতিনিধি
পাবনায় একদিন স্থিতিশীল অবস্থায় থাকার পর কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। তবে এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, গেল একদিন স্থিতিশীল অবস্থায় থাকার পর আবার কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত মঙ্গলবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও পানিবন্দি হয়ে রয়েছে পদ্মা ও যমুনা পাড়ের কয়েক হাজার মানুষ। সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।