পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
জেলার পানছড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ৩২ বিজিবির অভিযানে ৩৬ বস্তা শুকনো ঔষধি লতা জব্দ করা হয়।
সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন এলাকায় টহলরত থাকা অবস্থায় অবৈধভাবে বনজ সম্পদ পাচারকালে ৩২ বিজিরি রুপসেন পাড়ার সীমান্ত ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে ৩৬ বস্তা আনুমানিক ১৩৬৮ কেজি শুকনো ঔষধি লতা (চুইং জাল) জব্দ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বনজ সম্পদ গতকাল বুধবার পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি বন কর্মকর্তা জাহেদ হোসেন বিজিবি কর্তৃক ৩৬ বস্তা আনুমানিক ১৩৬৮ কেজি শুকনো ঔষধি লতা জমা দানের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা অবৈধভাবে বনজ ঔষধি লতা, গাছের ছাল সংগ্রহ করলেও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেনাবাহিনী ও বিজিবি ছাড়া আমরা তা ঠেকাতে পারিনা। সকলের সহযোগিতা নিয়েই আমাদের তা রোধ করতে হবে।