সভাপতি গোপাল সাহা, সম্পাদক শাহআলম চৌধুরী
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
গত ২৩ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি কমিটির পরিচিতি সভার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গোপাল সাহাকে সভাপতি এবং শাহআলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটিসহ সর্বমোট ৭২ সদস্য বিশিষ্ট একটি কমিটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়। অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ফারুক মৃধা, অমল দেবনাথ, ফিরোজ মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মোঃ সবুর মাস্টার এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূরে আলম। সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেনসহ মোট ৪ জন। সমিতির উদ্বোধনী সভা থেকে অত্র সমিতিতে সদস্যদের মাসিক চাঁদা প্রদান এবং প্রথম সিদ্ধান্ত নেয়া হয় প্রতি শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সকল বস্ত্রবিতান বন্ধ রাখার।