আন্তর্জাতিক ডেস্ক
টানা দুইমাস ধরে ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) রোববার (২৮ আগস্ট) এমনটি জানিয়েছে।
সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় উপমহাদেশ জুড়ে বর্ষা মৌসুম ফসলের সেচের জন্য অপরিহার্য। তবে প্রতি বছর এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়। কর্মকর্তারা জানান, এই বছরের বন্যায় পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় ২০ লাখ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৫১ কিলোমিটার রাস্তা ও ১৪৯টি ব্রিজ ভেঙে গেছে।
সূত্র: এনডিটিভি