পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবার (২৫-২৬ জানুয়ারি) কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিভাগ (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়, ২৫ ও ২৬ জানুয়ারি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ১০ সৈন্য।
ঘটনার পর তল্লাশি অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এখনো অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
চলতি মাসের শুরুতে দেশটিতে সন্ত্রাসীদের হাতে নিহত হন একজন সেনা সদস্য। গত ৫ জানুয়ারি দেশটির খাইবার পাখতুন খোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও দুই সেনা সদস্য নিহত হন।
সূত্র: ডন