আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, অথচ এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের প্লে-অফের টিকিট পেতেও ব্যর্থ হলো বাংলাদেশের যুবারা। রোববার অ্যান্টিগায় পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল।
সুপার লিগ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপের মূল লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। এখন পাকিস্তানের কাছে হেরে সপ্তমস্থানের জন্য লড়বে চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
অ্যান্টিগার কলিডজে রোববার আরিফুল ইসলামের সেঞ্চুরির পরও পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
১৭৬ রানের লক্ষ্য তাড়ায় কোনো বিপদেই পড়তে হয়নি পাকিস্তানকে। টপঅর্ডারের চার ব্যাটারই রান পেয়েছেন। ৭৯ রানের ইনিংস খেলেন হাসিবুল্লাহ খান। ৩৬ আসে মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে।
বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান ১০ ওভারে ২৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ৩৩ রানে ১ উইকেট শিকার নাইমুর রহমানের।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৭৫ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান।
কিন্তু অধিনায়ককে আস্থা দিতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। পাকিস্তানি বোলারদের সামনে রীতিমত কাঁপতে থাকেন তারা।
২৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ কঠিন বিপর্যয়ের মুখে, তখন ওপেনার ইফতিখার হোসেনকে নিয়ে জুটি বাধেন আরিফুল ইসলাম। ৫০ রানের জুটি বাধার পর তারা বিচ্ছিন্ন হন। ৫৮ বল খেলে ২৫ রান করেন ইফতিখার। এরপর শুরু হয় আরিফুল ইসলামের একক লড়াই।
এক প্রান্তে একের পর এক উইকেট পড়েছে, অন্যপ্রান্তে দৃঢ়তার সঙ্গে ইনিংসকে আগলে রেখেছেন তিনি। ৬ষ্ঠ উইকেটে এসএম মেহরাবকে নিয়ে ৩৬ রানের একটি জুটি গড়েছিলেন। মেহরাব ১৪ রান করে আউট হন। অন্য ব্যাটাররা শুধু আসা যাওয়ার মিছিলে ছিলেন।
তবে দশ নম্বরে ব্যাট করতে নামা রিপন মণ্ডল দৃঢ়তার পরিচয় দেন। ৭ রান করলেও তিনি মোকাবেলা করেছেন ২৮ বল। মূলত তার দৃঢ়তার কারণেই সেঞ্চুরিটা পূরণ করতে সক্ষম হন আরিফুল ইসলাম।
১১৯ বল খেলে ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার সাহায্যে ১০০ রান করে আউট হয়ে যান তিনি। শেষ ব্যাটার হিসেবে তানজিম হাসান সাকিব আউট হতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দল হারলেও দুর্দান্ত সেঞ্চুরির কারণে ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের আরিফুলের হাতে।