সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং ডিপার্টমেন্ট। সুপার লিগে কোনো ম্যাচেই সে অর্থে বড় রান করতে পারেনি টাইগাররা। ফলে মেলেনি কোনো জয়। ধুমধারাক্কা ফরম্যাটের এই ক্রিকেটে বড় স্কোর গড়ার ক্ষেত্রে প্রধান নিয়ামক ভালো পাওয়ার প্লে।
কিন্তু সেই বিশ্বকাপের প্রথম ছয় ওভারে গড়ে মাত্র ৩২ রান করতে পেরেছিল বাংলাদেশ দল। শুধুমাত্র শ্রীলঙ্কা (৪১/১) ও পাপুয়া নিউগিনির (৪৫/১) বিপক্ষে এসেছিল ওভারপ্রতি ছয়ের বেশি রান। এমনকি সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও তিন ম্যাচে পাওয়ার প্লে’তে গড় সংগ্রহ ছিল মাত্র ৩১ রান।
এখন নতুন আরেকটি সিরিজ শুরুর আগে এ দিকটি শুধরে নিতে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিশ্বাস, বাংলাদেশ দলের সামর্থ্য আছে পাওয়ার প্লে’তে ৪০ থেকে ৪৫ রান তোলার। তবে প্রতি ম্যাচে আকাশচুম্বী শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী নন তিনি।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের যে দল, পাওয়ার প্লেতে ৪০-৪৫ রান তোলার জন্য যথেষ্ট ভালো। প্রতিদিন হয়তো এমন আকাশচুম্বী শুরু আপনি পাবেন না। তবে ব্যাটিং ইউনিট হিসেবে অন্তত লড়াকু স্কোর… ১৫০-১৬০ নিয়মিত করতে হবে, তাহলে ম্যাচ জেতার সুযোগ থাকবে।’
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে বাংলাদেশ দল। হেরেছে টানা চার ম্যাচ। দুই দলের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে পাত্তাই দেয়নি আফগানরা। তবে এবার অতীত ভুলে জয়ের আশায়ই নামবে বাংলাদেশ।
অধিনায়ক বলেছেন, ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা ফরম্যাট যেকোনো দিন যেকোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কালকের ম্যাচটা ফোকাস করছি। আমাদের শুরুটা নিয়ে আমরা ফোকাস করছি।’
তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সাথে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে-টেস্টে কামব্যাক করার সময় থাকে। টি-টোয়েন্টিতে থাকে না। যা করার সাথে সাথেই করতে হবে।’