পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু। তিনি গত শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেন। তিনি নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিকভাবে অসুস্থ। এ কারণে প্রায়শই আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। শারীরিক এসব সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। অনেকদিন যাবৎ দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ ও সহযোগিতা করতে পারিনাই। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকান্ড থেকে অব্যাহতি নেন তিনি। নিজের অজান্তে ব্যবহারে কেউ ন্যূনতম কোন কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এছাড়া আন্দোলনে সকল নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আনোয়ার ইকবাল মন্টু।