পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা বাজারের স্টেশন রোড ও কালীবাড়ি তিন রাস্তা মোড় ব্যস্ততম সড়কের দু’পাশে দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকানপাট। ফুটপাতে দোকানের কারণে ভোগান্তিতে পড়েছে পথচারীরা।
জানা গেছে, ব্যস্ততম এসব সড়কের দু’পাশে গড়ে উঠেছে বাণিজ্যিক ভবন। বাণিজ্যিক ভবনের মাঝখান দিয়ে সড়ক। ফুটপাত ও অনেকাংশে রাস্তা দখল করে দোকানপাট বসানো এবং রাস্তার পাশে অটো বাইকের সিরিয়ালের কারণে রাস্তার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাফেরায় ভোগান্তিসহ যানজটের কবলে পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ফুটপাত থেকে সকল ফলের দোকান বাজারের এক জায়গাতে স্থানান্তরের সুখবর দিলেন পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহারাম হোসেন সরদার।
যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ফুটপাতের সকল ফল ব্যবসায়ীদের সম্মতিতে তাদের সকলকে বাজারের এক জায়গায় স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহারাম হোসেন সরদার আরো বলেন, জনদুর্ভোগ দূরীকরণ এবং ব্যবসায়ীদের সুবিধার্থে বিষয়টি নিয়ে ইতোমধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম. আবু দারদা’র সাথে আলোচনা হয়েছে। ফল ব্যবসায়ীদের দোকান বরাদ্দের জন্য ইতোমধ্যে লটারী সম্পন্ন হয়েছে। খুব শিঘ্রই ফল ব্যবসায়ী সকলকে ফুটপাত থেকে বাজারের এক জায়গাতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ অবস্থান থেকে তিনি বাজারের শৃঙ্খলা রক্ষার আহবান জানান।
এ ব্যাপারে একাধিক ফল ব্যবসায়ী জানান, তারা কেউই রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ফুটপাতে ব্যবসা করতে চান না। ফুটপাত থেকে সকল ফল ব্যবসায়ীকে বাজারের এক জায়গাতে স্থানান্তর হওয়ার ক্ষেত্রে তারা একমত পোষণ করেন।