আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের জহিরুল ইসলাম (৪২) নামে এক কৃষক গত ১৮ জানুয়ারি আমতলী বাজারে গরু ক্রয় করতে আসার পর থেকে সে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর গত সোমবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করার পর গত মঙ্গলবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জহিরুল ইসলাম পটুয়াখালীর বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের চাঁন মিয়া খানের ছেলে। সে বৈবাহিক সূত্রে ১৩ বছর ধরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামে শ্বশুর সেকান্দার হাওলাদারের বাড়ীতে বসবাস করতেন।
জানা গেছে, ২০০৮ সালে জহিরুল ইসলামের সাথে উপজেলার ডালাচারা গ্রামের সেকান্দার হাওলাদারের মেয়ে নিলুফা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ীতেই বসবাস করে আসছেন। তার স্ত্রী নিলুফা বেগম দুবাই প্রবাসী। গত ১৮ জানুয়ারি বুধবার সকালে জহিরুল ইসলাম ১টি গরু ক্রয়ের জন্য আমতলী বাজারে আসেন। দুপুরের পর থেকেই তার স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ পায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গত শুক্রবার পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পেয়ে তার বড় ভাই মোঃ মনির খান তার নিখোঁজের বিষয়টি জানিয়ে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত ২৩ জানুয়ারি সোমবার সকালে আমতলীর ছুরিকাটা সড়কের পাশে স্থানীয়রা জহিরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্বজনরা খবর পেয়ে ওইদিন দুপুরেই জহিরুলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গত মঙ্গলবার সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জহিরুল ইসলামের ভাই মনির খান জানান, আমার ভাই কিভাবে নিখোঁজ হয়েছে, কে বা কারা তাকে নির্যাতন করেছে সে বিষয় এখনো কিছু বলতে পারি না। তবে সে গরু কেনার জন্য যে টাকা নিয়ে বাজারে গিয়েছিল সে টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, পটুয়াখালীতে জহিরুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।