আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পশ্চিম গাঠিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ মিলাদ, দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
পশ্চিম গাঠিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুহ হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ফ্লাইট সার্জেন্ট (অবঃ) আলহাজ্ব ইঞ্জিনিয়ার সামশুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দাতা সদস্য মোঃ ফরিদুল আলম, জাফর আহমদ, প্রতিষ্ঠাতা দাতা সদস্য মোঃ ইউসুফ আলী সওদাগর, বাঁচা সাওদাগর, মোঃ কামাল উদ্দিন, অভিভাবক প্রতিনিধি আবুল কালাম, মনছুর আহমদ, শিক্ষানুরাগী সাংবাদিক সোহেল তাজ, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইসহাক, মোঃ জাকারিয়া রুবেল, ওমর ফারুক, মোঃ জাবের, সাইফুদ্দিন ও মিনহাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ, ইছামতী এয়াকুব মরিয়ম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষিকা লাকি চক্রবর্তী, তরুণ চোধুরী, নুরুল আলম, চুমকি চক্রবর্তী, মাওলানা আব্দুল মান্নান, ইকবালুর রহমান, নিজামুল আলম, ইছামতী ইয়াকুব, মরিয়মসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার আব্দুর রহমান চৌধুরী।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সামশুল আলম বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠানে আগত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে আমরা একত্রিত হয়েছি, কেবলমাত্র একটি বিদায়ের জন্য নয়, বরং নতুন এক অভিযাত্রার শুরুতে। তোমাদের মাঝে যে আন্তরিকতা, সহযোগিতা এবং বন্ধুত্ব গড়ে উঠেছে, তা আজকের দিনটিকে স্মরণীয় করে রাখবে। এই স্কুলের প্রতিটি বেঞ্চ, প্রতিটি দেয়াল তোমাদের গল্প জানে। তোমাদের না বলা কষ্ট, লুকিয়ে রাখা স্বপ্ন, বন্ধুদের প্রতি ভালোবাসা -সবকিছু এই বিদ্যালয়ের স্মৃতির পাতায় লেখা থাকবে। তোমাদের পথচলা শুভ হোক। জীবনে অনেক দূর এগিয়ে যেও, কিন্তু কখনো ভুলে যেও না, তোমাদের এই শিক্ষালয়, তোমাদের এই শিক্ষকরা একদিন তোমাদের শৈশবের অংশ ছিল। কোনো একদিন ফিরে এসো, বলো, “স্যার/ম্যাডাম, আমি পেরেছি! এই কথাটা শুনতে পারলে, আমাদের জীবন সার্থক হবে।
তিনি আরও বলেন, শিক্ষাজীবনের এক গন্ডি পেরিয়ে তোমরা চলে যাচ্ছ জ্ঞান সঞ্চয়ের মহাপ্রাঙ্গণে। তোমাদের সান্নিধ্যময় দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি তোমাদের জ্ঞান তৃষ্ণার প্রাবল্য। তোমাদের জীবনের পথ আলোকিত হোক জ্ঞানালোকের দীপাবলি সজ্জিত সুদৃশ্য শিখায়। তাই কেবলই পরিশুদ্ধ প্রার্থনা।
আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা সবসময় সজাগ থাকবে। সকল অন্যায়, অপশাসন, অনিয়ম, দুর্নীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করবে আমার এই প্রজন্মের শিক্ষার্থীরা। বন্ধ হবে সকল জুলুম, নির্যাতন; আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির, মানবিকতার।