সাকিব আগামী ৬ মাস টেস্ট খেলবেন না। বিসিবিকে চিঠিতে জানিয়ে দিয়েছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের টিভি ইন্টারভিউতে বলা এ কথা মুহূর্তে সারা দেশের ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়েছে। বলা যায় এ খবর এখন ভাইরাল হয়ে গেছে।
কিন্তু বিষয়টা নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তা এরই মধ্যে পাঠকদের জানিয়েছে জাগোনিউজ। পাশাপাশি আরও একটি খবর শনিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডালপালা ছড়াচ্ছে। তাহলো, অন্য একটি টিভি চ্যানেলের খবরে বলা হচ্ছে যে, দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ও বিশ্বনন্দিত প্রশিক্ষক গ্যারি কারস্টেন।
ঘটনা কী সত্যি? এখনো রাসেল ডোমিঙ্গো হেড কোচ পদে বহাল আছেন। তাকে ‘না’ করে দেয়া হয়নি। নতুন ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সও কাজে যোগ দিয়েছেন সবেমাত্র। এর সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও লক্ষ্য-পরিকল্পনা আটঁছেন এবং নৈপথ্য কারিগর হিসেবে বেশ মাথা খাটাচ্ছেন। কাজও করে যাচ্ছেন। এতগুলো মাথা খাটার পরও দক্ষিণ আফ্রিকা সফরে গ্যারি কারস্টেন কী দলের উপদেষ্টা কোচ বা কোচিং পরামর্শক হিসেবে কাজ করবেন?
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দিয়েছেন এ প্রশ্নের জবাব। শনিবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে সুজন জানান, ‘যেহেতু এমন কোন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেয়া হয়নি বা এমন কিছু অফিসিয়ালি চূড়ান্ত নয়, তাই আমার পক্ষে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা সম্ভব না।’
দক্ষিণ আফ্রিকা সফরে গ্যারি কারস্টেনের আনুষ্ঠানিকভাবে কোচিং পরামর্শক হিসেবে কাজ করা সম্পর্কে সরাসরি কোন কিছু না বললেও টাইগারদের টিম ডিরেক্টরের কাছ থেকে জানা গেছে, ঠিক কোচিং পরামর্শক হিসেবে নয়, গ্যারি কারস্টেনের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছে বিসিবি।
সেটা কিভাবে? জানা গেছে দক্ষিণ আফ্রিকান কন্ডিশনে অনুশীলনের পূর্বশর্ত হিসেবে টেস্ট দলকে জেমি সিডন্সের সঙ্গে আগে পাঠিয়ে দেয়া হবে এবং ওই দল প্রথম গিয়ে উঠবে কেপটাউনে। সেখানে গ্যারি কারস্টেনের একাডেমিতেই অনুশীলন চলবে কিছুদিন।
তখন গ্যারি কারস্টেন যাতে অন্তত গোটা তিন-চারেক প্র্যাকটিস সেশন বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে কাজ করেন, এমন চিন্তা ভাবনা চলছে। তবে এখনো তা চূড়ান্ত নয়। কারণ গ্যারি কারস্টেন তখন ফ্রি থাকবেন কি না? সময় দিতে পারবেন কি না? আর পুরো বিষয়টিতে কেমন খরচ পড়বে? এসব আনুসঙ্গিক বিষয়াদি খুঁটিয়ে দেখার পর পুরো বিষয়টি চূড়ান্ত হবে।
তবে এটা নিশ্চিত যে, দক্ষিণ আফ্রিকা সফরে কোচিং পরামর্শক হিসেবে নয়, কারস্টেন তার নিজের একাডেমিতে অনুশীলনকালীন সময়েই শুধু বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে কয়েকটি প্র্যাকটিস সেশনে সময় কাটাতে পারেন।