লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকাল ৫টা ৫৫ মিনিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত আড়াই ঘন্টায় ৩ হাজার মোটরসাইকেল পার হয়েছে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলছে মোটরসাইকেল। গতকাল বুধবার মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন অধিকাংশ মোটরসাইকেল চালক-আরোহী। অনেকে আবার সেহেরি খেয়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে এসেছেন।
টোলপ্লাজার সামনে অপেক্ষমাণ প্রথম মোটরসাইকেল পার হওয়া মো. সোহাগ হোসেন জানান, তিনি বুধবার রাত নয়টায় চট্টগ্রাম গ্রাম থেকে রওয়ানা দিয়ে মাওয়া টোলপ্লাজার রাত দুইটায় পৌঁছেছেন। যাবেন খুলনায়।
আরেক চালক আবদুল করিম এসেছেন গাজীপুর থেকে। সোহাগ ও করিমের মতো প্রায় সব চালক-আরোহী চান বাইকাররা যেন নিয়ম মেনে গাড়ি চালান। কিছু উচ্ছৃঙ্খল বাইকারদের জন্য পদ্মা সেতুতে আবার মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে না যায়।
তবে ছয়টি শর্ত মেনে মোটরসাইকেল চালকেরা পদ্মা সেতু পার হচ্ছেন। অতি দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল পার হতে পারছেন। এজন্য সেতু কর্তৃপক্ষ মাইকিং করে সবাইকে হাতে ১০০ টাকার নোট হাতে রাখতে বলছেন।
সকাল ছয়টার আগে সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোলপ্ললাজার আগে পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশ দিয়ে কয়েকশ মোটরসাইকেল আরোহী ঢুকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোলপ্লাজা অতিক্রম করে। তবে এবারের সব মোটরসাইকেল আরোহী প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন।