নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন- ইসমাইল (৪০) পিতা-আকবর আলী, মির্জা মনিরুল ইসলাম (৩০) পিতা- রিয়াজুল হক, আঃ করিম (৬৫) পিতা-মৃত আবু বক্কর সকলেই সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকাগামী টঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো ব-১৪-৯৪৩২ এর চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ইসমাইল, মির্জা মনিরুল ইসলাম ও আঃ করিম নামে তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। এতে ৩ জন যাত্রী আহত হয়েছে। বাসটি সরানোর চেষ্টা চলছে।