নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ ঘিরে বাঙালিদের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনার মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসেছে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। দেশে আসার প্রথমেই ট্রফি পদ্মা সেতুতে প্রদর্শিত হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে উড়ে ট্রফি আসে মুন্সীগঞ্জের লৌহজং মাওয়া প্রান্তে। এরপর উঠেছে বাঙালির অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুতে। গোটা দুনিয়া দেখবে পদ্মা সেতুর জৌলুসের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট ট্রফির একাকার হওয়ার দৃশ্য। তাই পদ্মার দুই পাড়ের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন বইছে উচ্ছ্বাস। বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে নিয়ে আসার কর্মসূচিতে বর্ষায় প্রকৃতিও সেজেছে বিশেষ সাজে। দুই পাড়ের ছয়টি স্থান পছন্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কৌশলগত কারণে এখনো ফটোসেশনের স্থানটি প্রকাশ করা হয়নি। ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত তিনদিন ট্রফিটি বাংলাদেশে থাকবে। গত ১৪ জুলাই থেকে বিশ্বভ্রমণ শুরু হয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফির। গতকাল সোমবার প্রথমদিন উঠলে পদ্মা সেতুতে। এই সেতু ঘিরেই হবে ফটোসেশন। তাই পদ্মা পাড়ে এখন উচ্ছ্বাসের পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন, পদ্মা সেতুর ১নং পিলারের কাছে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের আয়োজন করা হয়েছে।