পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় ব্রিলিয়ান্স বেসরকারি স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক মজিবর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি সামিনা পারভীন পলি।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক আক্কাছ আলী, থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, যুবদলের নেতা বায়োজিত রায়হান শাহীন, বিএনপি নেতা বেনু কাজী, রমজান আলী, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।