পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : গরমের শুরুতেই ইতোমধ্যে দেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে তাপমাত্রার রেকর্ড গড়েছে বরেন্দ্র এলাকা খ্যাত নওগাঁ জেলা। এ তাপদাহে মানুষ প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না। যারা প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হচ্ছে তারা প্রচন্ড রোদে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। এ গরমে মানুষকে তৃপ্তি দিতে পত্নীতলা উপজেলার ফুটপাতে ও হাট-বাজারে শরবতের চাহিদা বেড়েছে। মানুষ গরমের কবলে পড়ে শরবতের নামে কী পান করছে সে ধারণা তাদের নেই। ক্লান্ত মানুষ দ্রুত পিপাসা মেটাতে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে একটু স্বস্তি পেতে ক্যামিকেলযুক্ত নানা রঙের প্যাকেটজাতকৃত নামি-দামি স্যালাইন, লেবু, জুস, পাকা আম ও পেঁপে এবং বেলের সাথে ধুলোবালির মিশ্রণে শরবত পান করছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে।
জেলার পত্নীতলা উপজেলার সদর নজিপুর পৌর এলাকার সাপ্তাহিক সোমবারের নতুনহাট, মঙ্গলবারের শিবপুরহাট, শুক্রবারের মধইলহাট বারের দিন বিভিন্ন মানুষ হাট থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার পর প্রচন্ড রোদে গরমে হাঁপিয়ে উঠছে। অনেকে হাটে বাজার ফেলে কেউ গাছের ছায়ায়, আবার কেউ চায়ের দোকানে বসে রোদ থেকে বাঁচতে বিশ্রাম নিচ্ছে। আবার কেউ গরমে ক্লান্ত হয়ে স্বস্তির তৃপ্তি পেতে খোলা বাজারে শরবত বিক্রেতার নিকট শরবত পান করছে দেদারছে।
শরবত বিক্রেতারা বলেন, হাটের লোকজন হাট-বাজার শেষে বাড়ি ফেরার পথে অনেকেই শরবত পান করে বাড়ি ফেরেন। হাঁড়িতে বিভিন্ন মিশ্রণের সাধারণ শরবত প্রতি গ্লাস ৫ টাকা ও স্পেশাল শরবত ১০ থেকে ১৫ টাকায় বিক্রয় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নজিপুর পৌর সদরের জনস্বাস্থ্যবিদ প্রভাষক ডাঃ এম.এ গফুর বলেন, ফুটপাতের ক্যামিকেলযুক্ত নানা রঙের প্যাকেটজাতকৃত নামি-দামি স্যালাইন, লেবু, জুস, পাকা আম ও পেঁপে এবং বেলের সাথে ধুলো-বালির মিশ্রণে শরবত পান করছে পথচারীরা। ফুটপাতের দোকানগুলোতে পানি, বরফ কোথা থেকে আনা হয় তা না জেনেই আমরা পান করে থাকি। এসব শরবতে ব্যবহৃত বিট লবণও নিরাপদ নয়। তৃষ্ণা মেটানোর এ অসচেতনতা থেকে বিভিন্ন ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছি আমরা। এ শরবত পান করে পেটের অসুখ, হেপাটাইটিস ‘এ’ বা ‘বি’ সহ নানা রোগ হতে পারে।