পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : দেশব্যাপী নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকের দ্রুততম বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র মারুফ মোস্তফা, মাসুমুল হক সিয়াম, মেহেরাব রাব্বি, শাকিরুল ইসলাম, রাজু আহম্মেদ, রুহুল আমিন, নূর আলম, সুমাইয়া জান্নাত রিমু, মানজিলা মেঘা, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা রাকিবুল হাসান, জোবায়ের আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকৃত ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।