পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায়ও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। নতুন পোশাক কেনার জন্য সকল বয়সী ক্রেতারা ভীড় করছেন বিপণীবিতান এবং ফ্যাশন হাউজগুলোতে। বাজারে বেড়েছে ক্রেতাদের ভীড় এবং বিক্রেতাদের মুখে ফুটেছে শারদীয় হাসি।
পত্নীতলা উপজেলার সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে বৃহত্তর কাপড়ের দোকানগুলো অবস্থিত। বাবা-মায়ের সাথে কেনাকাটা করতে এসেছে স্কুলপড়ুয়া পলি রাণী মন্ডল। এবার পূজায় কেনাকাটার তালিকা জানতে চাইলে সে জানায়, এবার পূজায় মা আমাকে একটা নতুন জামা কিনে দিয়েছে। বাবা কিনেছেন একটি শার্ট এবং মা নিয়েছে একটি শাড়ি।
অপরদিকে, যতিন সুমন নামে এক যুবক তার বউকে তিন হাজার টাকায় শাড়ি কিনে দেন। তিনি অভিযোগে জানান, গত বছরের চেয়ে এবার পূজাতে কাপড়সহ অন্যান্য জিনিসের দাম চড়া। আমরা মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বউ, সন্তান এবং নিজের নতুন জামাকাপড় কিনতেই হবে। কারণ, আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
টুকটুকে লাল টিপ পরে বাবার কোলে চড়ে কেনাকাটা করতে এসেছে চার বছরের সোনালী। ওর মা শান্তনা দেবনাথ বলেন, পরিবারের সকলের জন্য পূজার বাজার করতে এসেছি। শাড়ির দোকানগুলোতে ভীড় অপেক্ষাকৃত বেশি। অষ্টমীতে পরার জন্য লাল চওড়া পাড়ের শাড়ি খুঁজছিলেন মণিষা মন্ডল। তিনি বলেন, অষ্টমীতে নতুন শাড়ি পরে মা দুর্গার পায়ে অঞ্জলি দেবো। শাড়ি পছন্দ হলেও বিক্রেতারা পূজার বাজারে আকাশ ছোঁয়া দাম চাচ্ছেন। উপায় নেই, তাই চড়া দামেই কিনতে হচ্ছে।
ভুক্তভোগীদের অভিমত, নিত্যপণ্যের দাম বাড়ার বাতাস পূজার বাজারেও লেগেছে। অপরদিকে, বিক্রেতারা জানান, বেশি দামে কাপড়চোপড় ও অন্যান্য জিনিস ক্রয় করে কম দামে বিক্রি করি কীভাবে?