নিজস্ব প্রতিবেদক
কাকডাকা ভোরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে পতাকা নিয়ে আসেন তাকবীর। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদের মধ্যে শিশু-কিশোর, বয়স্ক অনেকে রয়েছেন। এর মধ্যে আবার কেউ এসেছেন জীবিকার তাগিদে। তেমনই একজন তাকবির হোসেন। কাকডাকা ভোরেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে লাল-সবুজ পতাকা নিয়ে আসেন। পাঁচ হাজার টাকার পতাকা নিয়ে আসলেও এখনও বিক্রি করতে পারেননি একটি পতাকা। তাই মন খারাপ তার। তাকবীর বলেন, ভোর ছয়টা থেকে এখানে আছি। এখনো একটা পতাকা বিক্রি করতে পারিনি। (বেলা পৌনে ১২টা পর্যন্ত)। তাই মন ভালো নেই। সন্ধ্যা পর্যন্ত থাকবো, দেখি কয়টা বিক্রি হয়। যদি একটাও বিক্রি করতে না পারি তাহলে আমার লস হবে। পতাকা কেন বিক্রি করতে হচ্ছে জানতে চাইলে তাকবীর বলেন, এই পতাকার সঙ্গে আমাদের স্বাধীনতার সম্পর্ক রয়েছে। তাই এরকম দিনগুলোতে আমি পতাকা বিক্রি করি।