পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএম এফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডাঃ আলমগীর, প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডাঃ সিদ্ধার্থ শংকর দাসসহ মেডিকেল কলেজের ছাত্রনেতারা বক্তব্য রাখেন। এছাড়াও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসকল স্বল্পমেয়াদি প্রশিক্ষণার্থীদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিষ্ট্রেশন বাতিলের দাবি করেন। অন্যথায় স্বাস্থ্যখাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।