পটুয়াখালী প্রতিনিধি : ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে সহাস্রাধিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারগণ।
গত রবিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা মডেল মসজিদে সমবেত হয়ে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আউটসোর্সিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে ও ঈদের আগে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতনভাতাদি পরিশোধ করতে হবে -এসব শ্লোগান সম্বলিত ব্যানার, ফ্যাস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারগণ।
ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর ফিল্ড অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হালিম এবং ফিল্ড সুপারভাইজার মোঃ শফিউল্লাহ’র সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক- কেয়ারটেকার ঐক্য পরিষদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। ঈদের আগে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জাতীয় ইমাম সমিতির মাওলানা মোঃ ফারুক আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। আরও বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, কেয়ারটেকার মাওলানা ওমর ফারুক, মাওলানা মোঃ কায়সার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৮০ হাজার মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্র ও ২০৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে ধর্ম ও নৈতিকতা শিক্ষার একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আন্তরিকতার সাথে কাজ করে আসছে। ৩২ বছর ধরে এ প্রকল্পে নিয়োজিত জনবল জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, যৌন নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান রোধসহ জনসাধারণের ইতিবাচক মনোভাব তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৮ম) পর্যায় প্রকল্পটি অনুমোদন, আউটসোর্সিং বাতিল, জনবলকে রাজস্বভুক্ত, শিক্ষকদের বেতন বৃদ্ধি, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করার এবং ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়া বেতনভাতা পরিশোধ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবী করেন বক্তারা। পরে শিক্ষক নেতৃবৃন্দ উক্ত দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।