পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়ন যুবদল নেতা ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মনির মৃধা হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানসহ অন্য আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার সকাল ১০টায় বৃষ্টিতে ভিজে উপজেলার বগা বন্দরে ঘন্টাব্যাপী শত শত মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই সাথে দেলোয়ার মুন্সি ও জলিল মুন্সি হত্যা মামলায় সাজা স্থগিতর আদেশ বাতিলের দাবিও তোলেন।
মানববন্ধনে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ গণি সিকদার, সদস্য কালাম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদার, বগা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হক সন্যামত, বগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিস মৃধা, যুবদল নেতা রিয়াজ মাহমুদ, কাজী ইলিয়াস, মাসুদ সিকদার, শামিম মৃধা প্রমুখ। এছাড়াও নিহত যুবদল নেতার স্ত্রী শাহিনুর, মেয়ে সুমাইয়া আক্তার স্বর্ণা, নিহত দেলোয়ার-জলিলের চাচা কাদের মুন্সি, দেলোয়ারের ছেলে ইনজামুল হক দোলন ও জলিল মুন্সীর ছেলে সাদনাম সাকিব উপস্থিত ছিলেন।