পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেগা প্রকল্পে বেড়িবাঁধের ব্লক তৈরিতে নিম্নমানের বালি ও পাথর দিয়ে ব্লক তৈরি করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মাঝে।
জানা যায়, ২০২১ সালের মে মাসে একনেক সভায় অনুমোদিত পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ হাজার ১৫৮ কোটি টাকা, ‘শ্রীমাই খালে মাল্টিপারপাস হাইড্রোলিক ইলেভেটর ড্যাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৩৩ কোটি টাকাসহ প্রায় ১৩ শত কোটি টাকার কাজ চলমান রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় বারবার কাজের গুণগত মান বজায় রাখার জন্য তাগিদ দিলেও ঠিকাদার ও পাউবো কর্তৃপক্ষ যোগসাজশে লবণাক্ত বালি ও পাথর দিয়ে ব্লক তৈরি করে বাঁধে বসানোর জন্য তোড়জোর শুরু করে দিয়েছে।
উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাইপাস পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকাদারের লোকজন নিম্নমানের বালি ব্যবহার করে ব্লক তৈরি করছে। তৈরিকৃত ব্লকে পানিও দেওয়া হচ্ছে না। ব্লক তৈরির সময় পাউবোর কর্মকর্তাদের উপস্থিত থাকার নিয়ম থাকলেও এসময় কাউকে দেখা যায়নি। উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক তৈরির পয়েন্টে গিয়ে দেখা যায়, ১:২.৫:৫ মাত্রার ঢালাই টেন্ডারে থাকলেও বালি ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে। তাছাড়া ঢালাইয়ের পর কমপক্ষে ২১ দিন ব্লক ভিজিয়ে রাখতে হয়। রোদ বেশি হলে এর সময়কাল আরও বৃদ্ধি পায়। কিন্তু এক্ষেত্রে তা মানা হচ্ছে না। সিডিউলে বালির এফএম কমপক্ষে ১.৫ হলেও ব্যবহার হচ্ছে এফএম ১ থেকে ৮ সাইজের কাদাযুক্ত লবণাক্ত বালি।
স্থানীয় মফিজুর রহমান জানান, স্থানীয় প্রভাবশালী মহলকে দিয়ে বালি ও পাথর সরবরাহ করানোর কারণে যেমন খুশি তেমনভাবে তারা লোপাট করে খাচ্ছে। কাজের গুণগতমান নেই বললেই চলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, বিগত ১৫ বছর সিন্ডিকেটের সাথে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কয়েকজন প্রকৌশলী পরস্পর যোগসাজশে হুইপ সামশুল হকের আশ্রয়-প্রশ্রয়ে উন্নয়নের নামে লুটপাট করেছে। ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটেছে পটিয়া পাউবোর প্রকল্পগুলোতে। উন্নয়ন কাজে পাউবোর কোনো কর্মকর্তার তদারকি নেই বললেই চলে। পাউবোর প্রকল্প মানেই যেন দুর্নীতিও অনিয়মের মহোৎসব।
তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা লোপাট করে গেছে তাদের সহযোগীরাই এখন করছে।
পাউবো চট্টগ্রাম পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, আমরা পাথর, বালি, সিমেন্ট ইত্যাদি নির্মাণ সামগ্রী টেস্ট করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত ব্লক সরেজমিনে ইতোমধ্যে পরিদর্শন করেছি। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করলে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
প্রকল্প পরিচালক খ.ম জুলফিকার তারেক বলেন, আমার জানা মতে, এরকম হওয়ার কথা না। যদি এমন হয়; অনিয়ম দেখলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।