সিরাজগঞ্জ প্রতিনিধি
পটল চাষে চমক দেখালেন সিরাজগঞ্জের শামসুল শেখ। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। চলতি মৌসুমে সুস্বাদু সবজি পটলের চাষ করে এমন সফলতা পেয়েছেন তিনি। তার দেখাদেখি অনেকেই এখন পটলের চাষ শুরু করেছেন। নিচ্ছেন পটল চাষের বিষয়ে বিভিন্ন পরামর্শ।
জানা যায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় পটল চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন শামসুল শেখ। বাজারে পটলের দাম ও চাহিদা ভালো থাকায় এই সবজির চাষ করেন তিনি। সঠিক নিয়ম মেনে ও পরিচর্যা করায় পটলের ফলনও অনেক ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে পটল চাষে লাভবান হবেন বলে আশা করছেন তিনি। কৃষক শামছুল শেখ গত বছর পরীক্ষামূলকভাবে ধানের জমিতে পটলের চাষ শুরু করেন। প্রথমবার পটল চাষ করেই ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। আর সে কারণেই এ মৌসুমে ১৭ শতাংশ জমিতে পটল চাষ করেছেন তিনি।
তিনি বলেন, পটল চাষের জন্য জমি তৈরী থেকে শুরু করে, সার, বীজ ও বালাইনাশক সব মিলিয়ে প্রতি বিঘা জমিতে পটল চাষ করতে মোট খরচ হয় ৫৫-৬৫ হাজার টাকা। ফলন ভাল হলে প্রতি বিঘা জমিতে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত পটল বিক্রি করা যায়। অন্য ফসলের চেয়ে পটল চাষে লাভ বেশি। আর এই কারণেই আমরা পটল চাষের দিকে ঝুঁকছি।
রায়গঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কম খরচে লাভ বেশি হওয়ায় এ উপজলেয়ায় দিন দিন পটলের চাষ বৃদ্ধি পাচ্ছে। ধান ও পাট চাষে লোকসানের পর এবার পটল চাষে ঝুঁকেছেন অনেকেই। আমরা পটল চাষের ব্যাপারে কৃষকদের সকল ধরণের সহযোগিতা করে যাচ্ছি।