প্রথম ম্যাচে ৪ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বিশাল জয়। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে বাংলাদেশ দল। আগামীকাল (সোমবার) সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সে ম্যাচের আগে নেতিবাচক কিছু ভাবতে চায় না স্বাগতিক শিবির। শেষ ম্যাচ জিতে ওয়ানডে সুপার লিগের আরও ১০ পয়েন্ট অর্জনের লক্ষ্য বাংলাদেশ দলের।
চট্টগ্রামে আজ (রোববার) ঐচ্ছিক অনুশীলন শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছিলেন, ‘সিরিজ জিতলে ব্যাক অব মাইন্ড যেটা থাক, সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু শীর্ষ ৮টা দলই কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে। সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’
সুপার লিগের নিয়ম অনুযায়ী ১৩টি দল ৩ ম্যাচের ৮টি সিরিজ খেলবে। যেখানে প্রতি ম্যাচ জিতলে থাকবে ১০ পয়েন্ট। প্রতিটি দল লড়বে ২৪০ পয়েন্টের জন্য। যোগ্যতা বিচারে শীর্ষ ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ দল। ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট টাইগারদের। ১৩ দলের মধ্যে সবার উপরে অবস্থান তামিম ইকবালের দলের।
সিরিজ জিতলেও দলের ঐচ্ছিক অনুশীলনে সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাসকিন।আহমেদ, শরিফুল ইসলাম- অর্থাৎ এই ৬ ক্রিকেটার ছাড়া সবাই উপস্থিত ছিলেন। শেষ ম্যাচে কোনোভাবেই পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ দল। তবে কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও তৃতীয় ম্যাচটি হেরে যায় টাইগাররা। এবারো কি সেই সম্ভাবনা আছে আফগানের বিপক্ষে?
এমন ভাবনা মাথায়ও আনতে চাননা জানিয়ে মিরাজ বললেন, ‘ওরকম কোনো কথা হয়নি। যেটা বললেন, সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করবো শতভাগ এফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’