চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের চিতলমারীর শহীদ সাব্বির হোসেন ও নিহত জসিমের বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম পৌঁছান। প্রথমে তিনি শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন। এসময় নিহতদের বাড়িতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী ও চিতলমারী অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়।
গত ৫ আগস্ট ঢাকার উত্তরা ৭নং সেক্টর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত হন চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হিজলা মাঠপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মল্লিকের একমাত্র পুত্র সাব্বির হোসেন (১৮) এবং চর চিংগুড়ী গ্রামের হায়াত আলীর পুত্র জসিম ফকির (৪৫)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম নিহতের পরিবারকে আইনী সহায়তা প্রদান ও প্রাথমিক তদন্তের জন্য আসেন।