বিনোদন ডেস্ক
এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলন জানান, ১৬ নভেম্বর বিকেল ৩টায় দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা শিহাব শাহীন, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে অত জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।’
‘নীল জলের কাব্য’ সেখানে দেখা যায়, নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পায় না সে। আফরান নিশোর সঙ্গে বিয়ের পর সে জানায়, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা। সেই গল্পই দেখা যাবে এই ওয়েব ফিল্মে। ওয়েব ফিল্ম বলা হলেও নীল জলের কাব্য নির্মাণ হয়েছিল টেলিছবি হিসেবে। সেটি আরো দুই বছর আগে।