রংপুর প্রতিনিধি
রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে রংপুরে মানববন্ধন করেছেন সর্বস্তরের ঠিকাদারবৃন্দ। বুধবার নগরীর প্রেস ক্লাব চত্ত্বরে রংপুর ঠিকাদার সমিতির ব্যানারে রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর ঠিকাদার সমিতির আহ্বায়ক ও বিশিষ্ট ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম দুলাল। রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার মোঃ রইচ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মঞ্জুর আহমেদ আজাদ, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, ওয়াসিমুল বারী রাজ, রেজাউল ইসলাম মিলন, আব্দুর রব রাঙ্গা, অরুপ দত্ত, লিটন পারভেজ, জাহিদুল ইসলাম রুবেল, নওরোজ হোসেন পল, আবু সামা, লোকমান হোসেন, আলহাজ্ব রুহুল আমীন ফুলু, রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন, ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম বাবু ও জয়নুল ইসলাম বাবুসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।
মানবন্ধনে বক্তারা বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দরপত্রের সিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক ক্ষতির সম্মুুখীন হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলাসহ বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে। সিন্ডিকেটের কারণে দেশে রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সংশ্লিষ্ট পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। আমরা সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রের মাধ্যমে পাওয়া কাজগুলো পূর্ব নির্ধারিত মূল্যে তুলতে গেলে আমরা দেউলিয়া হয়ে যাব। আমাদের পরিবার বাঁচাতে নির্মাণ সামগ্রীর মূল্য কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।