নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা জানেন বর্তমানের যে সরকার প্রতিষ্ঠিত, তা বৈষম্যবিরোধী ছাত্র গণঅভুথ্যান আন্দোলনের প্রতিষ্ঠিত সরকার। এই সরকারকে নিরেপেক্ষ, নির্দলীয় ও সীমাবদ্ধ সময়ে নির্বাচন দিতে হবে। কোনদিন কোন নির্দলীয় সরকারের সময় দীর্ঘতম হতে পারে না। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরেয়ে দেওয়া। জনগণের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। জনগণের প্রত্যাশা হচ্ছে যত দ্রুত সম্ভব এই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে যথাসম্ভব দ্রুত বিদায় নেওয়া। দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারের উচিত সম্মানের সাথে বিদায় নেয়া। এতে করে জনগণ রক্ষাও পাবে, মুক্তিও পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সরকার বা সরকারে সমর্থিত ব্যক্তি বা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত নির্বাচনের দাবীতে জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, গত ১৬ বছর এদেশে কোন নির্বাচন হয়নি। অতীতে যখন নির্বাচন হয়েছে, দলগুলো তাদের মেনুফেস্টু নিয়ে আসতো। আর এখন যে সরকার ক্ষমতায় আছে তারা কোন নির্বাচিত সরকার নয়। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া। যাতে জনগণ তাদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। আর নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচন দিবে। জাতীয় সরকার আর স্থানীয় সরকার নির্বাচন কোনভাবেই একত্রে করা যাবে না।
তিনি আরো বলেন, এই দেশে প্রমাণ হয়েছে জনগণের প্রিয়দল জাতীয়তাবাদী দল বিএনপি। আর দ্বিতীয় দল হলো আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগ সরকার একটি সরকার প্রতিষ্ঠিত করেছিল, তা হলো ফ্যাসিস্ট সরকার। এখন নাই কেন আওয়ামী লীগ? দেশের টাকা-পয়সা পাচার করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছাইয়েদুল বাবুল। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু, জেলা বিএনপির সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ, শহীদুল মৃধা, আব্দুল বাতেন শামীম, জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর ভূইয়া ফকির, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব উল আলম স্বপন, যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।