মুন্সীগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের অয়োজন করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখা। প্রতি বছরের ন্যায় এবারও ২০২৪ এর নতুন প্রতিপাদ্য “ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” কে সামনে রেখে দুর্ঘটনা মুক্ত মুন্সীগঞ্জ জেলা ও দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে লিখিত বক্তব্য পেশ করেন নিসচা মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এম জামাল হোসেন মন্ডল। অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সড়কের বিভিন্ন পয়েন্টে রোড সেফটি ক্যাম্পেইন, বিভিন্ন স্কুলে শিক্ষার্থী সমাবেশ, সড়কে রোড সাইন স্থাপন, ফেস্টুন লাগানো, লিফলেট বিতরণ, অনুমোদন পেলে পিটিআই প্রশিক্ষণ কর্মসূচিসহ আরো গুরুত্বপূর্ণ কাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিসচা মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিটন শেখ। সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উথাপন করেন রাজ মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন এড. জানে আলম প্রিন্স, আতিকুর রহমান, নবকিশোর মজুমদার, এস এম মাসুদ রানা, কামাল হোসেন প্রমুখ।