সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৬৯ প্রতিষ্ঠানকে চার লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে এসব জরিমানা করা হয়।
এদিন অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় বাজার তদারকি করা হয়। এসময় রাজধানীর কারওয়ান বাজার, শাহ আলী শপিং কমপ্লেক্স, দারুসসালাম মিরপুর ও চকবাজার মৌলভীবাজারসহ সারাদেশের ৩৪টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৬৮টি প্রতিষ্ঠানকে চার লাখ ৬৩ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা দেওয়া হয়।