রতন বড়ুয়া, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল্লাহ নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত রবিবার সকালে এ ব্যাপারে রাউজান থানায় নিখোঁজ ডাইরি করেছেন নিখোঁজের বাবা জাহাঙ্গীর আলম।
ডাইরি সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া নির্মল ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় থাকেন জাহাঙ্গীর-মরিয়ম দম্পতি। তাদের একমাত্র সন্তান নিখোঁজ হয় ২২ মার্চ বেলা ১২টায় মুন্সিরঘাটাস্থ রাজিব স্টোর নামে একটি দোকান থেকে।
শিশুটির পিতা জাহাঙ্গীর আলম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি পর না পেয়ে থানায় নিখোঁজ ডাইরি করেছি। কেউ অপহরণ করলে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করার অনুরোধ করছি।
শিশুটির সৎ মা মরিয়ম বেগম বলেন, নিখোঁজ আবদুল্লাহকে পেটে ধারণ করিনাই সত্য, কিন্তু নিজের সন্তানের মতো চার বছর বয়স থেকে লালনপালন করেছি। আমাদের একমাত্র সন্তানকে নিয়ে আগামীর স্বপ্ন বুনেছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার ছেলেকে ফিরে পেতে পুলিশের সহযোগিতা কামনা করছি।