বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা সদরের উত্তরে চক আলম গ্রামের নিকট ছোট যমুনা নদীর বুকে বাঁধ দিয়ে নদী শুকিয়ে অবৈধ খনন যন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও বাঁধ কেটে দিয়ে নদীর প্রবাহ ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন। গত মঙ্গলবার সকাল ১১টায় চক আলম নদীতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এসময় বালু মহাল ইজারাদার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার প্রতিনিধি গিয়ে জরিমানার টাকা পরিশোধ করেন। ইউএনও বালু মহাল ই্জারাদরের প্রতিনিধিকে বলেন আর মাত্র কয়েক দিন সময় আছে তাহলে ইজারার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হলে এক দিনের জন্য ও যেন নদীতে মাটি কাটা না হয়। ইউএনওর এই আদেশ শুনে ইজারাদারের প্রতিনিধি ভগিরত কুমার মন্ডল ইউএনওকে বলেন আমাদের মুল ইজারাদার তপন কুমার মন্ডল ঢাকায় আছেন বালু মহালের উপর হাইকোর্টে রিট করবেন। রিটে যদি আমরা বালু মহাল পাই তাহলে মাটি কাটব আর না পেলে কাটব না। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ইউএনও উপস্থিত লোকজনদের বলেন ইজারাদারের লেবারেরা সবাই পালিয়ে গেছে তাই বাঁধ কাটার জন্য কয়েক ঘন্টা সময় দিয়ে গেলাম এসময় অতিবাহিত হলে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।