আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ বলছে, তিনটি ভিন্ন স্থানে বিনা প্ররোচণায় ছুরি হামলার পর ৫১ বছর বয়সী এক সন্দেহভাজন আটক হয়েছেন। খবর বিবিসির।
হাসপাতালে নেওয়ার আগেই মারা যান হামলার শিকার দুই ব্যক্তি। হামলায় শিকার তৃতীয় ভুক্তভোগী একজন নারী। জাতিসংঘের সদর দপ্তরের কাছে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তার অবস্থা গুরুতর বলেও জানায় কর্তৃপক্ষ।
সন্দেহভাজন ওই হামলাকারী এক উদ্বাস্তু। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয় বলে সাংবাদিকদের জানান নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, হামলার শিকার তিনজনই নিউইয়র্কের বাসিন্দা। বিনা প্ররোচণায় কীভাবে এমন হামলা ঘটলো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি।
মেয়র বলেন, এ সহিংসতা ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে, যা পরীক্ষা করা প্রয়োজন। তিনি কেন সড়কে বেরিয়েছিলেন, এ নিয়েও প্রশ্ন রয়েছে। ছুরিকাঘাতের উদ্দেশ্য এখনো অস্পষ্ট।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ ক্যানি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এসব হামলায় কোনো উসকানি নেই বলে মনে হচ্ছে। তিনি ছুরি নিয়ে ভুক্তভোগীদের দিকে হেঁটে গিয়ে হামলা করেন।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ দুটি ছুরির ছবি প্রকাশ করেছে। তারা বলছে, এসব হামলার ঘটনাস্থল থেকে তারা ছুরি দুটি জব্দ করেছে। নিহত প্রথম ব্যক্তির বয়স ২৬। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। হামলার শিকার হওয়ার সময়ে তিনি কর্মক্ষেত্রের কাছেই দাঁড়িয়ে ছিলেন বলেন জানান ক্যানি। নিহত দ্বিতীয় ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি ইস্ট রিভারে মাছ ধরছিলেন। হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়া নারীর বয়স ৩৬। ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি পুলিশ।