নিজস্ব প্রতিবেদক
৮ দিন পর বন্ধ থাকার পর সচলের ৩ দিনের মাথায় আবারো নাব্য সংকট ও পদ্মার ভাঙনের মুখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার চালু হওয়ার ৩ দিনের মাথায় গতকাল রোববার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এদিকে শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙন অব্যাহত থাকায় জিও ব্যাগ ফেলে ৩ নম্বর রোরো ফেরি ঘাট রক্ষায় কাজ করছে বিআইডব্লিউটিএ। তবে ভাঙন ঠেকানো যাচ্ছে না। এতে ঘাটে ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৮ দিন বন্ধ থাকার পর গত শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হলেও রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে চলছিল ফেরি। এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্য সঙ্কট দেখা দেয়ায় এখন চলছে ড্রেজিং। তবে লঞ্চ ও স্পিডবোট সচল থাকায় পদ্মা পার হচ্ছে। বিআইডব্লিউটিসির সহ-মহা ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, নাব্য সঙ্কটে ছোট ফেরিও চলতে পারছে না। পদ্মার ভাঙনের তান্ডবে ঝুঁকির মধ্যে শিমুলিয়ার নতুন ৩ নম্বর ঘাট। ভাঙনের মুখে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন স্থাপনা। পদ্মার এই প্রবল স্রোত এবং ভাঙন থেকে ঘাট রক্ষায় ফেলা হচ্ছে শুধু বালুর বস্তা।
উল্লেখ্য, নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টেম্বর আবার ফেরি চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি।