গোপালগঞ্জ প্রতিনিধি : নদীর তলদেশে পলি জমে ভরাট হওয়ায় নাব্যতা ও পানির গভীরতা কমে ঝুঁকিতে পড়েছে গোপালগঞ্জের শহর মধুমতী নদী, এক সময়ের খরস্রোতা নদী এখন নাব্যতা হারিয়ে খালের মতো রূপ ধারণ করেছে। একসময় নদীতে লঞ্চ, স্টিমার, জাহাজ, ট্রলার ও বড় বড় নৌকা চলতো। এখন শুকিয়ে সেই নদী সরু খাল হয়ে গেছে। দু’পাশ দখল করছে প্রভাবশালীরা।
গোপালগঞ্জ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীটির ঐতিহ্য শত শত বছরের। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে নদীটি। ৪০ বছর আগে এই নদীতে লঞ্চ, স্টিমার, জাহাজ, ট্রলার ও বড় বড় নৌকা চলতো। এখন তা ইতিহাস। নাব্যতা হারিয়ে শুকিয়ে তা সরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে পলি জমে ভরাট হয়ে গেছে। নদী খনন ও অবৈধ দখলদারদের মুক্ত না করা হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই নদী। একসময় এ নদী পথে বিভিন্ন স্থান থেকে মালামাল আমদানি-রফতানি করা হতো। নেই আগের সেই বিশাল জলারাশি। এ নদী দিয়ে একসময় ব্যাপক নৌ-যান চলাচল ছিল। এখন নেই তার তর্জন-গর্জন। বিভিন্ন স্থানে দখল-দূষণ আর নাব্যতা সংকটে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই নদী। বিস্তৃর্ণ এলাকাজুড়ে ছিল এর বিশাল স্রোতধারা এবং জলরাশি। কিন্ত প্রভাবশালীদের দখল আর খননের কোনো উদ্যোগ না থাকায় মরা নদীতে পরিণত হচ্ছে শহর মধুমতী নদী। বিভিন্ন স্থানে বালুচরে পরিণত হয়েছে।
গোপালগঞ্জে শহর মধুমতি নদী এখন নাব্যতা হারিয়ে ফেলায় মধুমতির সেই রুপ আর চোখে পড়ে না। পাল তোলা নৌকায় জেলেদের মাছ ধরা, একসময় নদীর এপার থেকে ওপারে নৌকা দিয়ে পারাপার করতে হতো। সবসময় খেয়াঘাটের নৌকায় ভিড় লেগে থাকত। মধুমতি নদীতে বালু ও পলি মাটি জমে ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। সেই সাথে কমে যাচ্ছে পানির প্রবাহ। কিন্ত নাব্যতা হারিয়ে সেই সময়ের খরস্রোতা মধুমতি নদীর অস্তিত্বই আজ বিলীন হতে বসেছে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল বলেন, শহর মধুমতি নদীর নাব্যতা হারিয়ে ফেলায় এই সময় আসলে পানি শুকিয়ে যায়। তাই আমাদের খননের পরিকল্পনা আছে। নদীর গতিপথ ঠিক রাখতে একটি প্রকল্প হাতে নিয়েছি।