নিজস্ব প্রতিবেদক
পদ্মায় পানি কমে যাওয়াতে তীব্র নাব্যতা সংকটে টানা ৫ দিন ধরে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটের সকল প্রকার ফেরি চলাচল। এছাড়াও ঘাট এলাকায় কমেছে যাত্রীবাহী যানবাহনের জটলা (চাপ)।
তবে গতকাল সোমবার সকাল থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হবে এমন ধারনায় পদ্মা পাড়ি দেয়ার অপেক্ষায় রয়েছে অর্ধ শতাধিক যানবাহন। তবে দক্ষিণ বঙ্গগামী এসব যাত্রীদের অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বাধ্য হয়ে ফিরতে হচ্ছে রাজধানীতে।
এর মধ্যে সব থেকে বেশি বিপাকে পড়েছেন দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় পারাপারের জন্য আটকে থাকা অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো।
টানা ১ সপ্তাহ অপেক্ষার পরেও ঘাট পারাপার হতে না পারায় বর্তমানে ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও ঘাট এলাকায় সকাল থেকে নতুন করে পণ্যবাহী গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ছোট বড় ট্রাক। তবে এতে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের সংখ্যাই বেশি। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঘাট পারাপার হতে না পারায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে ঘাট এলাকায় ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিটিসির কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তারা অফিসে তালা ঝুলিয়ে কোথায় চলে গেছে তাও জানা যায়নি। এতে করে ঘাট এলাকায় সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী যাত্রীরা। তবে মুঠোফোনে এসব যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এ বিষয়ে বিআইডব্লিউটিসির উপ মহা ব্যবস্থাপক (বাণিজ্যিক) শফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে এ নৌ-রুটের চ্যানেলে পানির গভীরতা কম থাকায় আজও ৫ দিনের মত বড় রো রো, ঠেলা, মাঝারি কেটাইপ ও ছোট ফেরীসহ সব ধরনের ফেরী চলাচল বন্ধ রয়েছে ঘাট এলাকায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এছাড়াও চ্যানেলের নাব্যতা সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত কোন প্রকার ফেরি চলাচল চালু করা সম্ভব নয়। মূলত পদ্মা সেতুর লৌহজং ও শরিয়তপুরের জাজিরা পয়েন্টে উজান থেকে নেমে আসা পলিতে চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারন করায় এখনো চালু করা সম্ভব হয়নি এ নৌ-রুটে ফেরী চলাচল।
তবে বিআইডব্লিউটিএ বলছে, চ্যানেলে নাব্যতা সংকট কাটিয়ে উঠতে আজও ১৩টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কার্যক্রম এখনো চলমান আছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে আরো ৫ দিন সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও এ নৌ-রুটে লঞ্চ ও সি-বোট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। এর আগে রাতে দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারনে গত ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে প্রতিদিন সাকাল ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।