নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারের সাথে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে সাম্প্রতিক সময়ে দেশের বিশেষ পরিস্থিতিতে ও বন্যা দুর্যোগে সংবাদ প্রচার এবং প্রশাসনকে পাশে থেকে সহযোগিতা করায় নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাস্টার সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিগত সময়ে এবং দেশের বিশেষ পরিস্থিতি ও বন্যা দুর্যোগে সংবাদ প্রচার এবং প্রশাসনকে পাশে থেকে আপনারা যে সহযোগিতা করেছেন তা প্রশংসা পাওয়ার দাবিদার। আপনারা আমাদের ভুলগুলো যেমনিভাবে লিখবেন, তেমনি আমাদের ভাল কাজের ক্ষেত্রেও সহযোগিতা করবেন। আমরা এ দেশকে আর পেছনে নিয়ে যেতে চাই না। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।