নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
নাঙ্গলকোট উপজেলার মোগরা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের পুত্র শাহিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে পার্শ্ববর্তী পৌছির গ্রামের ফরহাদ, বাপ্পী, মজিব, কামাল, আরমান, জামাল, রিদন, ইস্রাফিলসহ ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে শাহিনের ফার্নিচারের দোকানে। এসময় সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরা গ্রামের পল্লীবিদ্যুৎ সাবস্ট্রেশন সংলগ্ন শাহিনের ফার্নিচার দোকান থেকে ৩ বছর পূর্বে পার্শ্ববর্তী পৌছির গ্রামের ইরানী মালেক একটি কাঠের দরজা ক্রয় করেন। কাঠের দরজাটি পরিবর্তন করে দেওয়ার জন্য বলা হলে শাহিন ইরানী মালেককে একটি নতুন আরেকটি কাঠের দরজা দিয়ে দেন। কিন্তু ইরানী মালেক শাহিনকে দরজা বাবদ কোন টাকা দেননি এবং পূর্বের পুরাতন দরজাও ফেরত দেননি। এই নিয়ে ইরানী মালেকের নির্দেশে একই গ্রামের আরব আলীর পুত্র ফরহাদ শাহিনের সাথে সোমবার রাতে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। তার জের ধরে কিছুক্ষণ পর পৌছির গ্রামের আরব আলীর পুত্র ফরহাদ, কামালের পুত্র বাপ্পী, লাল মিয়ার পুত্র মজিব, নাজির আলীর পুত্র কামাল, বাবুল মিয়ার পুত্র আরমান, ফকির মিয়ার পুত্র জামাল, খালেক মিয়ার পুত্র রিদন, হাশেমের পুত্র ইস্রাফিলসহ ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ৫ জনকে কুপিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করেন। এসময় সন্ত্রাসীরা শাহিনের দোকান ভাংচুর করে ক্যাশ ভেঙ্গে ডিস্ট্রিবিউটরের নগদ ২ লক্ষ টাকা, শামীমের ১৭ হাজার ৩ শত টাকা, মোস্তাফিজের ১টি স্মার্টফোন নিয়ে যায়। আহতরা হলেন- শাহিন (৩৮), মোস্তাফিজুর রহমান (১৫) আবু শামীম (৪২)।