নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে মৃত্যুবরণ করা মামা-ভাগিনার দাফন গত রবিবার বিকেলে সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার বিকেলে উপজেলার পূর্ব বামপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন পোদ্দার পুকুর থেকে জাহিদুল ইসলাম ভূঁইয়া সাইফ (১১) ও তার ভাগিনা যোবায়েরুল ইসলাম স্বপ্নীলের (৯) লাশ উদ্ধার করে স্থানীয়রা। সাইফ ওই গ্রামের আবুল কালাম ভূঁইয়ার ছেলে। অপরজন আবুল কালাম ভূঁইয়ার নাতি যোবায়েরুল ইসলাম স্বপ্নীল একই ইউনিয়নের মন্তলী গ্রামের প্রকৌশলী মানিক মিয়ার ছেলে। সে রাজধানীর একটি মাদরসায় হেফজ ও নূরানী বিভাগের ছাত্র। দুইদিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পূর্ব বামপাড়া গ্রামে নানা বাড়ীতে বেড়াতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
মামা জাহিদুল ইসলাম ভূঁইয়া সাইফের জানাযা গত রবিবার বিকেল ৩টায় পূর্ব বামপাড়া ঈদগাহ মাঠে ও ভাগিনা যোবায়েরুল ইসলাম স্বপ্নীলের জানাযা বাদ আসর মন্তলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দু’জনকে নিজ-নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের পোদ্দার পুকুর ঘাটে বসে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় এক ব্যক্তি পুকুরের পানিতে কালাম ভূঁইয়ার নাতি যোবায়েরুল ইসলাম স্বপ্নীলকে ভাসতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা এসে পুকুরে নেমে তাকে উদ্ধার করতে গিয়ে মামা জাহিদুল ইসলাম ভূঁইয়া সাইফের লাশও দেখতে পায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।